আসছে রোশান-তমার ‘আনন্দী’

31

বিনোদন বার্তা ডেস্ক: চলতি বছরের প্রথমদিকে মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় নির্মিত হয় সাত পর্বের ওয়েব সিরিজ ‘আনন্দী’। আরটিভির প্রয়োজনায় ওয়েব সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেন চিত্রনায়িকা তমা মির্জা। এতে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক রোশান। সব কাজ শেষে এখন এটি প্রকাশের অপেক্ষায় আছে।

জানা গেছে, সিরিজটি আরটিভির অ্যাপে মুক্তি পাবে। মূলত আনন্দী নামের এক মেয়ের জীবনযুদ্ধকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে।

এতে অভিনয় প্রসঙ্গে তমা মির্জা বলেন, আমার অভিনয় জীবনের অন্যতম একটি কাজ এটি। গল্পপ্রধান সিরিজটিতে অভিনয় করে প্রশান্তি পেয়েছি। আশা করছি এটি দর্শকেরও ভালো লাগবে।

রোশান বলেন, আমি ছবির বাইরে অন্য কোনো ধরনের কাজ করি না। গল্প পছন্দ হলে মাঝে মধ্যে ওয়েব সিরিজে অভিনয় করি। মূলত গল্পের আকর্ষণের কারণেই এতে অভিনয় করেছি। আমি এটির সফলতা নিয়ে আশাবাদী।

অন্যদিকে রোশান ও তমা মির্জা দুজনেই ছবিতে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। মুক্তির অপেক্ষায় আছে তাদের একাধিক ছবি।

Print Friendly, PDF & Email
sadi