ইউপি নির্বাচনে শেরপুরে কোন প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না : ডিআইজি হারুন অর রশিদ

163

নিজস্ব প্রতিবেদক : শেরপুরে বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম বলেছেন, আসন্ন নকলা-নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। নকলা-নালিতাবাড়ী ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস এর সঞ্চালনায় ২৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় শেরপুর জেলার নকলা- নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন (৩য় ধাপ) উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন রশিদ বিপিএম, ময়মনসিংহ বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মাহমুদুর রহমান পিএসসি, ময়মনসিংহ আনসার ও ভিডিপি’র অতিরিক্ত মহাপরিচালক মোঃ নূরে আলম সিদ্দীকি, ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী, শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুশফিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ স ম নুরুল ইসলাম হীরু, শেরপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায় প্রমুখ।

এছাড়াও নকলা ও নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের সমস্যা ও প্রত্যাশা বিষয়ে অতিথিদের সামনে বক্তব্য উপস্থাপন করেন। সভায় জেলার সকল উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
sadi