নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী গ্রামের চাচা-ভাতিজা নেত্রকোনা জেলার দুর্গাপুর এলাকায় ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন। এঘটনায় সুমন মাহমুদ (২৩) নামে মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে কলমাকান্দা লেঙ্গুড়া সড়কের ফুলবাড়িয়া এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- শেরপুর জেলার নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী গ্রামের মুন্সি বাড়ির বীর মুক্তিযোদ্ধা দুলাল উদ্দিনের ছেলে ও নেত্রকোনা পুলিশ লাইন্সে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম সবুজ (৪৬), একই বাড়ির বানেশ্বর্দী ইউপির প্রয়াত চেয়ারম্যান শফিকুল ইসলাম শিপুর ছেলে ও নকলা উপজেলা শাখা যুবদলের সদস্য মোহাম্মদ ইনছানুল ইসলাম ইনসান (৩০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলার কলমাকান্দার লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকার সাত শহীদের সমাধিস্থল দেখে একটি মোটরসাইকেল যোগে তারা ফিরছিলেন। পরে ফুলবাড়ি বাজার এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে জহিরুল ইসলাম সবুজ ও মোহাম্মদ ইনছানুল ইসলাম ইনসান নিহত হন। এসময় গুরুতর আহত হন সুমন মাহমুদ। স্থানীয়রা সুমন মাহমুদকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সুমন মাহমুদ আপাতত শঙ্কা মুক্ত রয়েছেন বলে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন।
নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী মোটরসাইকেল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
