শেরপুরের ঝিনাইগাতীতে ‘আদিবাসী’ বিষয়ক জাতিসংঘের ঘোষণার বাস্তবায়ানের দাবীতে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা সমাবেশ ও র্যালি করেছে। বুধবার সকালে উপজেলা শহরের ব্রিজপাড় নামক স্থান থেকে বের হওয়া র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ও কোচ কালচারাল ডেভেলপমেন্ট একাডেমি র্যালি ও সমাবেশের আয়োজন করে।
র্যালি শেষে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) উপজেলা শাখার সভাপতি রনু নকরেকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম।