হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ।
জানা গেছে, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের অধীনে সুবিধা বঞ্চিত ১৬-৪৫ বছরের মহিলাদের বিনামূল্যে ৩ মাস মেয়াদী আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণের আওতায় ২টি ট্রেডে ২৭৫ টি আবেদন জমা পড়েছে। এতে ওই জমাকৃত আবেদন থেকে প্রতিটি ট্রেডে ২৫ জন করে ২টি ট্রেডে মোট ৫০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। ট্রেডগুলো হচ্ছে, ফ্যাশন ডিজাইন, ক্রিস্টাল শোপিচ ও ডেকোরেটেড কেন্ডেল মেকিং (মোমবাতি)।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান হীরা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট ট্রেডের প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।
