শেরপুরের ঝিনাইগাতী থেকে শাকিল নামে একজনকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে র্যাব ১৪ এর একটি দল। শনিবার বিকাল ৪টার দিকে ঝিনাইগাতীর ব্রীজপাড় এলাকা থেকে ৫শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল মিয়ার (২৮) বাড়ি পশ্চিম ঝিনাইগাতীতে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব ১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি) ১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায় জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল ১লক্ষ ৫৩ হাজার টাকা। গ্রেপ্তারকৃত শাকিলকে মাদক আইনে মামলা দিয়ে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এর আগেও শাকিলের বিরুদ্ধে মাদক বিষয়ক ৭টি মামলা রয়েছে।