দুর্গা পূজার গান নিয়ে শিলা দেবী

96

বিনোদন বার্তা ডেস্ক: এবারের দুর্গা পূজায় দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দিতে ‘ওগো দুর্গা মা’ শিরোনামে গান নিয়ে হাজির হয়েছেন সিলন সুপার সিঙ্গারখ্যাত সঙ্গীতশিল্পী শিলা দেবী। দ্বৈত এ গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শিমুল।

সোমবার নিজের ইউটিউব চ্যানেল ‘শিলা দেবী’র ব্যানারে গানটির মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। গানটির কথা ও সুর জয়ন্ত কর্মকারের।

নতুন গান প্রসঙ্গে শিলা দেবী জানান, ‘ওগো দুর্গা মা’ গানটি দুর্গা পূজার আনন্দ অনেকটাই বাড়িয়ে দেবে বলে আমি মনে করি। আশা করছি গানটি ভালো সাড়া ফেলবে।

এ গানের মিউজিক কম্পোজ করেছেন অতনু। মিক্সড, মাস্টারিং করেছেন অতনু ও ফরহাদ। ভিডিও এডিটিং করেছেন নয়ন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন গাজী সিদ্দিক।

গানটির গীতিকার ও সুরকার জয়ন্ত কর্মকার বলেন, দুর্গা পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসব। বছরজুড়ে এই সময়টার জন্য অধীর আগ্রহে থাকেন ভক্তরা। উৎসবের সেই আনন্দময় মুহূর্তটাকে ভেবে নির্মাণ করা হয়েছে গানটি। গানটির ব্যাপারে আশাবাদী আমি।

Print Friendly, PDF & Email
sadi