নকলা ও নালিতাবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

146

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের ২৩ অক্টোবর শনিবারের সভায় ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলার ৯ টি ইউনিয়ন ও নালিতাবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীতা চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

২৪ অক্টোবর রোববার দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এতে নকলা উপজেলার ৯ টি ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন যারা-

তারা হলেন- গণপদ্দী ইউনিয়ন- মোঃ শামছুর রহমান, নকলা ইউনিয়ন- মোঃ আনিসুর রহমান, উরফা ইউনিয়ন- মুহাম্মদ রেজাউল হক হীরা, গৌড়দ্বার ইউনিয়ন- মোঃ শওকত হুসেন খান, বানেশ্বর্দী ইউনিয়ন- আঞ্জুমান আরা বেগম, পাঠাকাটা ইউনিয়ন- মোঃ আব্দুস ছালাম, টালকি ইউনিয়ন- মোঃ বদরুজ্জামান, চরঅষ্টধর ইউনিয়ন- মোঃ গোলাম রাব্বানী, চন্দ্রকোনা ইউনিয়ন- মোঃ সাজু সাইদ ছিদ্দিকী।

এছাড়াও নালিতাবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন যারা-

তারা হলেন- পোড়াগাঁও ইউনিয়ন- বন্ধনা চাম্বুগং, নন্নী ইউনিয়ন- মোঃ বিল্লাল হোসেন চৌধুরী, রাজনগর ইউনিয়ন- বিপ্লব কুমার বর্মন, নয়াবিল ইউনিয়ন- মোঃ নুর ইসলাম, রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন- মোঃ আমান উল্যাহ, কাকরকান্দি ইউনিয়ন- মোঃ শহীদ উল্লাহ তালুকদার, নালিতাবাড়ী ইউনিয়ন- মোঃ আসাদুজ্জামান, রূপনারায়নকুড়া ইউনিয়ন- মোঃ মিজানুর রহমান, মরিচপুরান ইউনিয়ন- খন্দকার মোঃ শফিকুল ইসলাম শফিক, যোগানিয়া ইউনিয়ন- মোঃ আব্দুল লতিফ, বাঘবেড় ইউনিয়ন- মোঃ আব্দুস সবুর, কলসপাড় ইউনিয়ন- মোঃ আবুল কাশেম।

উল্লেখ্য, তৃতীয় ধাপের এই নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ সময় ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং ভোট গ্রহণ ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
sadi