নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে জাতীয় পার্টির মানববন্ধন

65

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্তমান সরকারের চরম ব্যর্থতার জন্য তেল, গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধির প্রতিবাদে শেরপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে ২৩ মার্চ বুধবার সকাল ১১টায় ডিসি গেইট মোড়ে এক মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় পার্টি শেরপুর জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস.এম আশরাফ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বলাইয়েরচর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক ও গাজীরখামার ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম হেলাল, জাতীয় পার্টি শেরপুর পৌর শাখার সভাপতি হারুণ জিলানী সরকার, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক উসমান গণি প্রমুখ।

মানববন্ধনে জেলা, উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email
sadi