নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে চাঁদপুরে ৭ম বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করেছেন কিংব্দন্তি দে লগ্ন। এসময় তিনি বলেন, আমাকে ছোট বেলা থেকেই মা বাবা নাচে আর গান শিখানোর জন্য ভর্তি করেন। মা চেয়ে ছিলেন আমি নাচ ও গান শিখি। হয়তো সেটা খুব উচ্চাকাক্সক্ষা রেখে নয়, কিন্তু মা নিজে উদ্যোগ নিয়েই আমাকে নাচ ও গান শেখাতে শুরু করলেন বাড়ির কাছেই এক প্রতিষ্ঠানে। তিনি আরো বলেন, সকলে আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, আমি পড়াশোনার পাশাপাশি নৃত্যসহ ভালো কিছু করতে পারি।
