প্রচন্ডে গরমে হাঁসফাঁস করছে শেরপুর জেলাবাসী। তাপমাত্রা দাঁড়িয়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এমন গরমে বাইরে যাওয়া কঠিন ব্যাপার। আর সে কারণেই ঈদ উপলক্ষে শুক্রবারে দোকানপাট খোলা রাখার ঘোষণায় খুব একটা কাজে আসেনি।
কিছু দোকানপাট সকাল বেলা খুললেও প্রচন্ড তাপবাহ এবং শহরে মানুষজনের উপস্থিতি কম থাকার কারনে অনেকেই দুপুরের আগেই দোকান বন্ধ করে ফেলেন।
কিছু দোকানপাট খোলা থাকলেও তাদের বিক্রিকিনি তেমন নেই বলেই জানান তারা। বিশেষ দোকান কর্মচারীরা এই গরমে দোকান খোলা রাখাতে খুশি নন। তাদের কথা হলো যেহেতু বোঝাই যাচ্ছিল প্রচন্ড গরমে বেচাকিনি তেমন হবে না, তবুও অহেতুক দোকান খোলা রাখা হয়েছে।
এদিকে শুক্রবার বন্ধের দিন থাকায় বেচাবিক্রি হবে আশায় দোকান খোলা রাখলেও প্রচন্ড গরমে কেউ কেনাকাটায় আগ্রহী হননি।
অন্যদিকে বর্ধিষ্ণু তাপপ্রবাহে ক্রমেই মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। এর মধ্যে যোগ হয়েছে বিদ্যুতের লোডশেডিং। কিছুক্ষণ পরপর বিদ্যুৎ যাওয়া আসা করছে, লোডশেডিং হচ্ছে। এই গরমের মধ্যে বিদ্যুতের যাওয়া আসা ও লোডশেডিং নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছে মানুষ।