‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালায় শিক্ষামন্ত্রী দীপু মনি

30

জিএইচ হান্নান: দেশে জমি কমলেও মানুষ বেড়েছে। তবে প্রাণিসম্পদের ব্যাপক উন্নয়নের ফলে চাহিদার শতভাগ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে অবাধ তথ্য প্রবাহ এবং নজিরবিহীন স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ তৈরির ফলে এ সুফল পাওয়া গেছে।’

২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ময়মনসিংহে ‘বাংলাদেশের প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’-বিষয়ক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কর্মশালা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ডেইরী প্রকল্প, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিশ্বব্যাংক পরিপেক্ষিত সংস্থার আয়োজনে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা উদ্বোধনী বক্তব্য রাখেন পরিপেক্ষিত সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিত রায়।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ এবং ডেইরী উন্নয়ন প্রকল্প চীফ টেকনিক্যাল কো-অডিনেটর ড. গোলাম রব্বানী, গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, ময়মনসিংহ প্রাণিসম্পদ বিভাগীয় প্রধান ডা. মনোরঞ্জন ধর।

এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর ময়মনসিংহ ব্যুরো প্রধান ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি আতাউর করিম খোকন, ময়মনসিংহ যমুনা টিভি প্রতিনিধি এএসএম হোসাইন শাহিদ, নেত্রকোনা প্রতিনিধি কামাল হোসেন, দৈনিক জনতা শেরপুর প্রতিনিধি জিএইচ হান্নান প্রমুখ।

Print Friendly, PDF & Email
sadi