জিএইচ হান্নান : র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা জামালপুর জেলার সদর উপজেলার গহের পাড়া এলাকায় ৭ নভেম্বর রোববার দুপুর দেড়টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায ইয়াবা ট্যাবলেট পাচার চক্রের মোঃ আনোয়ার সাদেক (১৮) ও মোঃ রিয়াজ উদ্দিন (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পরে মোঃ আনোয়ার সাদেক এর পেটের ভিতর থেকে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ধৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো- মোঃ আনোয়ার সাদেক বান্দরবন জেলার লামা উপজেলার ভূলা হাজরা গ্রামের মোঃ ইমাম হোসেনের ছেলে ও মোঃ রিয়াজ উদ্দিন কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলার ভাদিতলা কলেজ গেইট গ্রামের মোঃ নাসির আলমের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা এর নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যরা জামালপুর জেলার সদর উপজেলার গহের পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ইয়াবা ট্যাবলেট পাচার চক্রের দুই সদস্য মোঃ আনোয়ার সাদেক ও মোঃ রিয়াজ উদ্দিন আটক করে। পরে আটককৃত মোঃ আনোয়ার সাদেক কে জামালপুর জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়। পরবর্তীতে জামালপুর জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের ৩য় তলায় পুরুষ ওয়ার্ডের ভর্তি থাকাকালীন সময়ে কর্তব্যরত চিকিৎসক ধৃত আসামীর পেটের ভিতরে থাকা ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট মলদ্বার দিয়ে বের করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২,৯২,৫০০/- (দুই লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত) টাকা। এছাড়াও ২ টি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-১, জামালপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান নিশ্চিত করে বলেন, ধৃত মাদক ব্যবসায়ীদ্বয় মোঃ আনোয়ার সাদেক ও মোঃ রিয়াজ উদ্দিন এক স্বীকারোক্তিতে জানিয়েছে মোঃ আনোয়ার সাদেক ইয়াবা ট্যাবলেট গুলো খেয়ে পেটের ভিতরে অভিনব কায়দায় ঢুকিয়ে কক্সবাজার থেকে জামালপুরে নিয়ে আসে এবং পরবর্তীতে পায়খানার রাস্তা দিয়ে ইয়াবা গুলো বের করে ক্রেতার কাছে পৌছে দেওয়ার শর্ত ছিল।
এব্যাপারে ধৃত মাদক ব্যবসায়ীদ্বয় মোঃ আনোয়ার সাদেক ও মোঃ রিয়াজ উদ্দিনকে জামালপুর সদর থানায় সোপর্দ করে র্যাব-১৪ এর পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
