এনটিভি’র ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই সোমবার সন্ধ্যায় শহরের রঘুনাথ বাজারস্থ এনটিভি জেলা কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় তিনি ‘সময়ের সাথে আগামীর পথে’ শ্লোগানকে শাণিত করে এনটিভির নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-সচিব এটিএম জিয়াউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভি জেলা প্রতিনিধি কাকন রেজা। অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম ও আবুল কালাম আজাদ, কবি-কলামিস্ট তালাত মাহমুদ, সিনিয়র সাংবাদিক শরিফুর রহমান, আলমগীর হোসেন, রওশন কবীর আলমগীর, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, রাঙা শাহীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবু রায়হান মোঃ পাভেল।
পরে প্রধান অতিথি সকলকে নিয়ে এনটিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।