নিজস্ব প্রতিবেদক : শেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১১ জানুয়ারি মঙ্গলবার শেরপুর জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় প্রিজম প্রিপারেটরী এন্ড হাই স্কুল মাঠে দুপুর ২ টার দিকে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক মোঃ হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন শেরপুর জেলা যুবলীগের সভাপতি ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল মতিন।
এসময় অন্যান্যদের মধ্যে প্রিজম প্রিপারেটরী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, যুব রেড ক্রিসেন্ট প্রধান মোঃ ইউসুফ আলী রবিন, উপ প্রধান সিফাত, অর্পিতা সাহা সহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৩০০ জনের মাঝে প্রত্যেককে একটি করে মোট ৩০০ কম্বল বিতরণ করা হয়।
