শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কৃষক দল সভাপতি: বাংলাদেশের কৃষকরা এখন ভালো নেই

52

নিজস্ব প্রতিবেদক : শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, ‘বাংলাদেশের কৃষকরা এখন ভালো নেই। কোন শ্রেণি-পেশার মানুষই ভালো নেই। বিভিন্ন সময় কৃষকরা ফসলের ন্যয্য দাম না পেয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহ্যার ঘটনা সারাদেশ নাড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আমরা হতবাক হয়েছি।’

১১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের মাধবপুর এলাকার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর বাসভবনে অনুষ্ঠিত ওই সভায় এসব কথা বলেন কৃষক দলের নেতা হাসান জাফির তুহিন।

মতবিনিময় সভায় কেন্দ্রিয় কৃষক দল নেতা ও বগুড়া-৪ আসনের সাংসদ মোশাররফ হোসেন, কৃষক দলের সহ-সভাপতি সাবেক সাংসদ মো. আবুল বাশার আকন্দ, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বাবুল, কৃষক দল নেতা মজিবর রহমান চৌধুরী, ফ্লাইট লে. (অবসরপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন, শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মো. মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, জেলা কৃষক দলের সভাপতি মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বিকেলে কেন্দ্রিয় কৃষক দলের একটি প্রতিনিধি দল ও জেলা বিএনপির নেতৃবৃন্দ গত ২ ফেব্রুয়ারি নালিতাবাড়ী উপজেলার মানিকচাঁদপাড়া গ্রামে সেচপাম্প নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের চাপে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যাকারী কৃষক শফিউদ্দিনের বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জানান এবং অসহায় পরিবারটিকে অর্থ সহায়তা প্রদান করেন।

Print Friendly, PDF & Email
sadi