জিএইচ হান্নান: শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তাড়াকান্দি গ্রামে ১৩ মার্চ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. ফেরদৌস আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
অপর কুখ্যাত মাদক কারবারি মো. কামাল মিয়া পালিয়ে গেছে। গ্রেফতারকৃত মাদক কারবারি ফেরদৌস আলী সদর উপজেলার তারাকান্দি গ্রামের ইদ্রিস আলীর ছেলে এবং পলাতক কামাল মিয়া উত্তর তারাকান্দি গ্রামের মৃত সাবু সেকের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার ভোরে সদর উপজেলার তারাকান্দি গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি ফেরদৌস আলীর তালাবদ্ধ বশতঘর থেকে ২ কেজি গাঁজা এবং গোয়াল ঘর থেকে কুখ্যাত মাদক কারবারি মো. কামাল মিয়ার ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত মাদক কারবকারি ও মূলহোতা মো. কামাল মিয়া পালিয়ে যায়। ফেরদৌস আলী এক স্বীকারোক্তিতে জানিয়েছে ২ কেজি গাঁজা তার হলেও ১ কেজি গাঁজা মাদক কারবারি কামাল মিয়ার রয়েছে।
এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ধৃত ফেরদৌস আলীকে শেরপুর সদর থানায় সোপর্দ করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
