শ্রীবরদীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

6

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইন শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, শ্রীবরদী অফিসার ইনচার্জ (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে চোরাচালান নিরোধ টাস্কফোর্স ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
sadi