শুক্রবার সারাদিন ছিল বৃষ্টি। কখনো জোরে আবার কখনো টিপটিপ। সবমিলিয়ে ঘর থেকে বের হওয়া মুশকিল। এর জেরেই ঈদের ব্যবসা-বানিজ্য থমকে গেছে। ফলে শুক্রবার খোলা থাকলেও খুব একটা লাভ হয়নি ব্যবসায়ীদের। আর যারা ছুটির দিন ভেবে মার্কেটিং সারার কথা ভাবছিলেন তাদের সেই ইচ্ছাও সফল হয়নি।
সারাদিন বৃষ্টির ফলে রাস্তাঘাটের অবস্থাও শোচনীয়। বেশীর ভাগ রাস্তাই হেটে চলার অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টির মধ্যেও যারা শহরে আসতে চাচ্ছিলেন তাদের আসার পথে বাধ সেধেছে রাস্তাঘাটের অবস্থা। বৃষ্টির পানি ও কাদায় একাকার রাস্তাঘাট।