বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘মানসিক সমস্যা’ দেখছেন ল্যাঙ্গেভেল্ট

Date: 2025-04-20
বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘মানসিক সমস্যা’ দেখছেন ল্যাঙ্গেভেল্ট
১৯১ রানে অলআউট বাংলাদেশ। ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন হতাশা বাড়িয়েছে আরও। সবমিলিয়ে সিলেটে আজ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের কেটেছে খুবই বাজে। অথচ বাংলাদেশের এমন ব্যাটিংয়ের পর জিম্বাবুয়ে কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেছে ৬৭ রান।
দিন শেষে জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন এমন একজন, যাঁর অভিজ্ঞতা আছে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করারও। পুরোনো শিষ্যদের অনেকেই এখন নেই, তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের সম্পর্কে ধারণাটা এখনো পরিষ্কার জিম্বাবুয়ের বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের। ওই অভিজ্ঞতা কিছুটা হলেও কাজে এসেছে, তা স্বীকার করেছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।

বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে সংবাদ সম্মেলনে ল্যাঙ্গেভেল্ট বলেছেন, ‘আমি এটাকে মানসিক (এরর) সমস্যা বলব, এটা যেকোনো দলের ব্যাটিংয়েই হতে পারে।’ ব্লেসিং মুজারাবানির শর্ট বলে তুলে মারতে গিয়ে নাজমুল হোসেনের আউট হওয়ার উদাহরণও টেনেছেন তিনি, ‘মুজারাবানি ক্রস সিমে বল করছিল, যেটা একটু বেশি বাউন্স করেছে। এটা তাঁর (নাজমুলের) রান করার জায়গা, কখনো কখনো এমন হতেই পারে।’

Leave Your Comments